শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন

--------- দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। পাশাপাশি দুর্নীতির জাল যাতে বিস্তার লাভ করতে না পারে সেদিকে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কঠোর তদারকি থাকতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম। গতকাল সিলেটের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সিলেট মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ সদস্যদের এ পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, আমরা বিশ্বায়নের যুগে বাস করছি। তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির ধারা আরও বিকশিত করতে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুর্নীতি সংঘটিত হয়। সেবা খাতের দুর্নীতি প্রতিরোধে সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয়েরই সচেতন হওয়া প্রয়োজন। দুদক কমিশনার বলেন, সেবা খাতে দীর্ঘসূত্রতা ও অনিয়ম চলতে পারে না। সেবাদাতাদের মনে রাখতে হবে, জনগণের করের টাকায় তাদের বেতন হয়। এএফএম আমিনুল ইসলাম বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার চেষ্টা চলছে। দুর্নীতিপরায়ণদের সতর্ক করে দুদক কমিশনার বলেন, সম্পদ লুকিয়ে রাখতে পারবেন না। দুদক তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।

সর্বশেষ খবর