বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাটপণ্যের বহুমুখী উৎপাদনের দাবি

খুলনায় জাতীয় পাট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাটপণ্যের বহুমুখী উৎপাদন নিশ্চিত করতে হবে। সেসঙ্গে পাটকলে আধুনিক মেশিন স্থাপন ও পাটজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। এছাড়া পণ্যে পাটজাত মোড়কের ব্যবহারে ব্যবস্থা নিতে হবে। গতকাল খুলনায় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে সকালে পাট অধিদফতর ও খুলনা জেলা প্রশাসন এর আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহীদ হাদিস পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর