বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠান ও ধূমপায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আইন ভঙ্গ করে তামাকপণ্যের বিজ্ঞাপন, ধূমপানবিরোধী সতর্কতামূলক নোটিস প্রদর্শন না করা এবং পাবলিক প্লেসে ধূমপানের অপরাধে তিন হোটেল-রেস্টুরেন্ট, তিন দোকানদার ও এক ধূমপায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ, উন্নয়নের জন্য সংগঠন ইপসার তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো প্রমুখ। অভিযানে রেস্টুরেন্টের ধূমপানবিরোধী সতর্কতামূলক নোটিস প্রদর্শন না করার দায়ে বহদ্দারহাট মোড়ের ক্যাফে আলী, হোটেল সাতকানিয়া এবং হোটেল চিশতিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া তামাকপণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে তিন দোকানকে ১ হাজার ৬০০ টাকা এবং পাবলিক প্লেসে ধূমপানের দায়ে এক ধূমপায়ীকে ১০০ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর