বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বসুন্ধরা চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

বিনামূল্যে ৩৯ রোগীর চোখে অপারেশন

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা রোকেয়া বেগম (৪০)। ছানি পড়ে হারিয়ে গেছে চোখের জ্যোতি। দীর্ঘদিন রোগে ভুগলেও সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি। একই অবস্থা ওই এলাকার বাসিন্দা মো. দুলালেরও (৬০)। গতকাল রোকেয়া বেগমসহ হতদরিদ্র ৩৯ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করেছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গত ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোপালপুরে ফ্রি চক্ষুসেবা ক্যাম্পের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। এ ক্যাম্পে সহয়তা করে রোটারি ক্লাব বারিধারা সানরাইজ, ঢাকা-বুড়িগঙ্গা, ঢাকা-মেগাসিটি এবং রোটারি ক্লাব অব টাঙ্গাইল। রোটারি ক্লাবের এই পাঁচটি শাখার সহায়তায় গোপালপুরের অসহায় মানুষের মাঝে ফ্রি ক্যাম্প পরিচালনা করা হয়। এর মধ্যে চোখের ছানি এবং নেত্রনালির সমস্যা থাকায় বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ আহসান হাবিব বলেন, গতকাল ৩৯ জন রোগীর মধ্যে ৩৮ জনের ছানি অপারেশন হয়েছে এবং একজনের নেত্রনালির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতালে রোগীর চিকিৎসা এবং থাকা-খাওয়ার বিনামূল্যে ব্যবস্থা করা হয়ে থাকে। দেশব্যাপী চক্ষু ক্যাম্প পরিচালনা করে অসহায় রোগীদের বিনামূল্যে এই হাসপাতালে সেবার ব্যবস্থা করা হয়ে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর