বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চমেক হাসপাতালের সাড়ে তিনশ আয়া ওয়ার্ডবয়কে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে তিনশ স্পেশাল (অবৈতনিক) আয়া-ওয়ার্ডবয়কে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল থেকে তাদের কাজে যোগ দিতে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিনশ স্পেশাল আয়া-ওয়ার্ডবয় হাসপাতালে দায়িত্বরত ছিলেন। তাদের কোনো সম্মানি দেওয়া হতো না। অবৈতনিক হিসেবে হাসপাতালে যোগ দিতেন তারা। তবে প্রতি রোগীকে সেবা দেওয়ার বিপরীতে সর্বোচ্চ ৩০ টাকা আদায়ের নিয়ম করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এ সুযোগে মানুষকে জিম্মি করে তারা অতিরিক্ত টাকা আদায় করত। হুইল চেয়ার, ট্রলিসহ বিভিন্ন ক্ষেত্রে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নিত। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, স্পেশাল আয়া-ওয়ার্ডবয়দের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এজন্য তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিকল্প পদ্ধতিতে জনবল নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে এক দফা জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আয়া-ওয়ার্ডবয়দের স্থলে তারা দায়িত্ব পালন করবে। এ ছাড়া আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান। অভিযোগ আছে, টাকা ছাড়া তারা কোনো কাজই করতেন না। প্রায় সময় রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। জিম্মি করে টাকা হাতিয়ে নিতেন। টাকার বিনিময়ে বেড, বেডশিট ও বালিশ ভাড়া দিত। চুরি করত রোগীর ওষুধ। দালালদের সহায়তা করত ওয়ার্ডে প্রবেশে। হাসপাতালে জনবল সংকটকে পুঁজি করে তারা এসব অপকর্ম করতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর