বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নারী গার্মেন্ট কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও নারী গার্মেন্ট কর্মীসহ চার জনের মৃত্যু হয়েছে। বারিধারা, আমিনবাজার, শান্তিনগর ও পুরান ঢাকার বংশালে এসব ঘটে। গতকাল লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারে থাকা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিব চৌধুরী তূর্য (২৩) ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তার সঙ্গে থাকা ফুফাতো ভাই ফারদিন খান রঙ্গন (২৪) গুরুতর আহত হন। আমিনবাজার ভাঙ্গা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই পিকআপ উল্টে মঈনউদ্দীন (৩০) নামে চালকের মৃত্যু হয়েছে। পল্টনের শান্তিনগরে একটি গার্মেন্টের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে নাসরিন (১৯) নামে এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে পুরান ঢাকার বংশালে গতকাল ভোর সোয়া ৪টার দিকে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সহকারী আবদুর রহমান (৪০) মারা যান। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহীম মন্ডলের ছেলে, থাকতেন টঙ্গীতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর