বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জামানতবিহীন ঋণের বিধান রেখে বীমা বিল সংসদে

নিজস্ব প্রতিবেদক

বীমা করপোরেশনকে বিনা জামানতে ঋণ নেওয়ার বিধানসহ জীবন বীমার জন্য মূলধন ৩০০ কোটি ও সাধারণ বীমার জন্য মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করে ‘বীমা করপোরেশন বিল, ২০১৯ সংসদে উত্থাপিত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে বিলটি উত্থাপিত হয়। বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে বিলটি উত্থাপনের বিষয়ে আপত্তি তোলেন বিরোধীদলীয় সদস্য ফখরুল ইমাম। তবে কণ্ঠভোটে সেই আপত্তি নাকচ হয়ে যায়। বিলে বলা হয়েছে, জীবন বীমার জন্য অনুমোদিত মূলধন হবে তিনশ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ত্রিশ কোটি টাকা। একইভাবে সাধারণ বীমার জন্য অনুমোদিত মূলধন হবে পাঁচশ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা মূলধনের পরিমাণ পরিবর্তন করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর