শিরোনাম
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গা দখল উচ্ছেদে ফের অভিযান

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল ঢাকার বসিলা সেতুর দক্ষিণ তীর দখল করে কেরানীগঞ্জের চরওয়াশপুরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া চন্দ্রিমা হাউজিং এলাকায়ও অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০ পর্যন্ত তারা ১০টি পাকা স্থাপনা উচ্ছেদ করেছেন। বসিলার চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। মোহম্মদপুরের বসিলায় নদীতীরে স্থাপিত দুটি হাউজিং প্রকল্পের ২০ হাজার ঘন মিটার মাটি অপসারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএর দুটি এবং বেসরকারি কোম্পানির দুটি এক্সাভেটর দিয়ে এ মাটি অপসারণ করা হয়েছে। এ ছাড়া বসিলায় বুড়িগঙ্গার তীরের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় সেখানকার এক কোম্পানির কর্মকর্তা খন্দকার আওলাদ হোসেনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পর তাকে মুক্তি দেয় ভ্রাম্যমাণ আদালত। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদীতীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আজ ও ১২ মার্চ দারুস সালাম ও মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা গার্ডেন সিটি থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

 

সর্বশেষ খবর