Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১০ মার্চ, ২০১৯ ২৩:৩৩

দফায় দফায় শাবি ছাত্রলীগের সংঘর্ষ ভারপ্রাপ্ত প্রক্টরসহ আহত ১৫

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দফায় দফায় শাবি ছাত্রলীগের সংঘর্ষ ভারপ্রাপ্ত প্রক্টরসহ আহত ১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসানসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে জিয়া গ্রুপের সোহেল রানা, সাব্বির, মামুন শাহ এবং সাখাওয়াত গ্রুপের আবদুল বারী সজীব ও রেজাউল করিম তানভীর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ৩টায় একাডেমিক ভবন-বির সামনে হাতাহাতি হয় সাখাওয়াত ও জিয়ার অনুসারীদের মধ্যে। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ৩টায় গোলচত্বরে এবং বিকাল ৪টায় শাহপরান হলের সামনে কয়েক দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়িতে ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল ও মাহাথির মোহাম্মদ বাপ্পী আঘাতপ্রাপ্ত হন। এ ব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন, ‘র‌্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আমার কর্মীদের মারধর করা হয়।’ মুশফিকুর রহমান ভূঁইয়া জিয়া বলেন, ‘সাখাওয়াতের অনুসারীরা আমার কর্মীদের আগে মারধর করে। পরে আমি আমার কর্মীদের শান্ত করার চেষ্টা করি। এর মধ্যেই কিছু অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায়।’ ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান বলেন, ‘অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর