মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
কেমিক্যাল কারখানা অপসারণ

পুরান ঢাকায় আরও ৯ বাড়ির ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় কেমিক্যাল কারখানা ও গোডাউন অপসারণ অভিযানে গতকাল আরও ৯টি বাড়ির ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ও কয়েকটি কারখানা অন্যত্র সরিয়ে নিতে সময় বেঁধে দেয় ডিএসসিসি নেতৃত্বাধীন সরকার গঠিত টাস্কফোর্স। এ অভিযানের দশম দফায় এখন পর্যন্ত ১৩২টির সংযোগ বিচ্ছিন্ন করা হলো। সতর্ক করা হয়েছে ১৬টিকে, সময় দেওয়া হয়েছে ১০টিকে এবং জরিমানা করা হয়েছে ১৯ লাখ টাকা। জানা যায়, চকবাজারের দেবীদাস ঘাট লেনে ৯টি বাড়ির বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। হাজারীবাগের মনেশ্বর রোডে একটি অ্যারোসল, বডি স্প্রে ও এয়ার ফ্রেশনারের ৪টি কারখানাকে অন্যত্র সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়। এখানকার স্যানিটারি টয়াল ব্যান্ডেজ কারখানাকে অস্বাস্থ্যকর বলে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওয়ারীর বনগ্রাম রোডের রাবার, গাম ও ইলেকট্রিক তারের একটি গোডাউন সরিয়ে নিতে পাঁচ দিনের সময় দেওয়া হয়।

সর্বশেষ খবর