মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে উচ্ছেদে মালিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর ও আশপাশে সরকারি-বেসরকারি মালিকানাধীন প্রায় ৫০০ পাহাড় আছে। এর মধ্যে ২৮টি পাহাড়কে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা আছে। এখানে বাস করছে ৬৮৪ পরিবার। এসব পাহাড়ের স্থাপনা উচ্ছেদে মালিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ জেলা প্রশাসনের। প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে উচ্ছেদ অভিযান, পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সতর্কতা মাইকিং, অন্যত্র সরিয়ে নেওয়াসহ নানা উদ্যোগ গ্রহণ করে। সর্বশেষ গত ৩ মার্চ জেলা প্রশাসন নগরের সদর, কাট্টলি, চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনারকে (ভূমি) ‘পাহাড়ে অবৈধভাবে বসবাসরতদের হালনাগাদ তালিকা’ শীর্ষক একটি চিঠি দিয়েছে। তা ছাড়া পাহাড়ের মালিকদেরও দেওয়া হয়েছে চিঠি। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ২০১৮ সালের ১৯ এপ্রিলে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১২তম সভায় সিদ্ধান্ত হয়, পাহাড়ের মালিকরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেবেন। কিন্তু তারা তা করেননি। তাই মানবিক দিক বিবেচনা এবং প্রাণহানি ঠেকাতে আগামী বর্ষা মৌসুমের আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা চাই পাহাড়ে যেন আর কোনো প্রাণহানি না হয়।

 জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও আশপাশে সরকারি-বেসরকারি ২৮টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ের মধ্যে আছে, রেলওয়ের মালিকানাধীন সিআরবির পাদদেশ, টাইগার পাস-লালখান বাজার রোড সংলগ্ন পাহাড়, টাইগার পাস মোড়ের দক্ষিণ পশ্চিম কোণের পাহাড়, রেলওয়ে এমপ্লয়িজ গার্লস স্কুল সংলগ্ন পাহাড় ও আকবর শাহ আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়।

সড়ক ও জনপথ, গণপূর্ত ও ওয়াসার মালিকানাধীন আছে মতিঝরনা ও বাটালি হিল সংলগ্ন পাহাড়। চট্টগ্রাম সিটি করপোরেশনের আছে পরিবেশ অধিদফতর সংলগ্ন পাহাড় ও লেক সিটি আবাসিক এলাকার পাহাড়। বন বিভাগের বন গবেষণাগার ও বন গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন পাহাড়। ইস্পাহানি গ্রুপের ইস্পাহানি পাহাড়। জেলা প্রশাসনের ডিসি হিলের চেরাগী পাহাড় মোড় সংলগ্ন পাহাড়, এ কে খান কোম্পানির এ কে খান কোম্পানি পাহাড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কৈবল্যধামের বিশ্ব কলোনি পাহাড়, ভিপি লিজভুক্ত লালখান বাজার, চান্দমারী রোড সংলগ্ন জামেয়াতুল উলুম ইসলামী মাদ্রাসা সংলগ্ন পাহাড়, সরকারি (এপি সম্পত্তি) নাসিরাবাদ শিল্প এলাকা সংলগ্ন পাহাড়। ব্যক্তিমালিকানাধীন পাহাড়সমূহের মধ্যে আছে মোজফফরনগর পাহাড়, প্রবর্তক পাহাড়, গোল পাহাড়, জয়  পাহাড়, চট্টেশ্বরি হিল, ফয়েজ লেক আবাসিক এলাকা পাহাড়, জালালাবাদ  হাউজিং সোসাইটি সংলগ্ন পাহাড়, গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন বায়তুল আমান হাউজিং সোসাইটি পাহাড়, মিয়ার পাহাড়, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট একাডেমির উত্তর পাশে মীর মোহাম্মদ হাসানের পাহাড়, ইস্পাহানি পাহাড় সংলগ্ন দক্ষিণ পাশের হারুন খান পাহাড়ের পশ্চিমাংশ।

সর্বশেষ খবর