বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এ স্লোগানে কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আবাসন মেলা। চার দিনব্যাপী এ মেলা উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। আগামী ১৪ মার্চ নগরীর র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হবে এ মেলা। মেলার উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. দিদারুল হক চৌধুরী ও মাহবুব সোবহান জালাল তানভীর। সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় এবার ৫৬টি প্রতিষ্ঠানের ৭৬টি স্টল থাকবে।

 ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।

সর্বশেষ খবর