বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গৃহনির্মাণ ঋণ সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও

নিজস্ব প্রতিবেদক

দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভর্তুকিতে গৃহনির্মাণ ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিচারকদের পর এবার নতুন করে এ সুবিধা ভোগ করার তালিকায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামও যোগ হলো। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তারাও এ সুবিধা ভোগ করবেন। অর্থাৎ মাত্র ৫ শতাংশ সুদে তারাও গৃহনির্মাণের জন্য ঋণ নিতে পারবেন। আর এজন্য নীতিমালা তৈরি করবে অর্থ বিভাগ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অর্থসচিব আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ-সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সরকারি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকসূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণের সুবিধা দেয় সরকার। চলতি মাসে এ সুবিধার আওতায় আসেন বিচারকরা। এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ঢালাওভাবে এ ঋণ সুবিধা দেওয়া হবে না। পদস্থ কর্মকর্তারা এর আওতায় আসবেন। বিষয়গুলো নিয়ে গতকাল অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গৃহনির্মাণ ঋণের সুবিধা পেলেও স্বল্পসুদে বা ভর্তুকিতে ঋণ সুবিধা পান না। অথচ শিক্ষকের সংখ্যা খুব বেশি নয়। এটি বাস্তবায়ন করলে বাজেটেও খুব একটা চাপ পড়বে না।

সর্বশেষ খবর