বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বর্জ্যে ভরপুর চট্টগ্রামের নালা-নর্দমা

উদ্ধারে বিশেষ ক্রাশ প্রোগ্রাম

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের নালা-নর্দমা এখন নানা রকম বর্জ্যে ভরপুর। অধিকাংশ নালা-নর্দমা এখন আবাসিক বর্জ্য, মাটি, পলিথিনসহ নানা আবর্জনায় ত্রাহি অবস্থা। এসব নর্দমা দিয়ে পানি প্রবাহিত হওয়ার কোনো অবস্থা নেই। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় নগরের অধিকাংশ নিম্ন এলাকায়। দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। নগরের নালা-নর্দমার এমন ত্রাহি অবস্থায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জলাবদ্ধতা নিরসনকল্পে সোমবার বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। কর্মসূচির আওতায় নগরীর ৪১ ওয়ার্ডের নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন করা হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি। কর্মসূচির আওতায় প্রতিদিন এক সঙ্গে ৫টি ওয়ার্ডের নালা-নর্দমায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হবে। অভিযোগ আছে, নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার করার কথা থাকলেও তা করা হয় না। ফলে আবাসিকসহ বিভিন্ন ওয়ার্ডের নালা-নর্দমাগুলো আবর্জনায় ভরে যায়। এ কারণে নগরে জলাবদ্ধতা দেখা দেয়।   চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল মান্নান ছিদ্দিকী বলেন,  ‘বর্ষাকে সামনে রেখে নালা-নর্দমা থেকে মাটি ও ময়লা-আর্বজনা অপসারণ করা হবে। প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজ চলবে। তিন ফুটের কম প্রস্থের নালা-নর্দমাগুলো আমরা পরিষ্কার করব। বড়গুলো সিডিএ’র মেগাপ্রকল্পের আওতায় করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর