বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

লবণাক্ততা নিরসনের উপায় বের করতে হবে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, লবণাক্ততা প্রতিরোধে অপরিকল্পিত  বেড়িবাঁধ নির্মাণের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে অনেক নদী ও খাল বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ মোকাবিলায় গবেষণার মাধ্যমে টেকসই ভূমি ব্যবস্থাপনা ও লবণাক্ততা দূর করার উপায় বের করতে হবে। গতকাল সিটি মেয়র নগরীর সিএসএস আভা সেন্টারে ‘সাবন্যাশনাল কনসালটেশন অন সাসটেইন্যাবল ল্যান্ড ম্যানেজমেন্ট ইন ওয়াটার লগড অ্যান্ড স্যালাইন প্রোন এরিয়া’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সিটি মেয়র আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সর্বশেষ খবর