বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নির্মাণাধীন ছাদ ধসে আহত ১৮

ভাসানী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ১৮ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢালাইয়ের কাজ চলাকালে ছাদের একাংশ ধসে পড়ে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রুবেল ও রনি নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য শ্রমিকরা হলেন- সুব্রত, আল মামুন, মইন উদ্দিন, আ. ওসমান, আমিনুর, আরিফ, অমূল্য রায়, ফয়সাল মিয়া, খাদিমুল, জহিরুল ইসলাম, জনি আহমেদ, পরিতোষ ও রিয়াজ। বাকি তিন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কুদ্দুস জানান, বিশ্ববিদ্যালয়ের ১২ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার রাতে ওই ভবনের দ্বিতীয় তলার ছাদের মূল অংশের বাইরের অংশে ঢালাইয়ের কাজ চলছিল। ভবনটির নকশায় ছাদের ওই অংশে কোনো পিলার নেই। বাড়তি অংশের পুরোটা বাঁশ-রডের খুঁটির ওপর ভর দিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। রাত ১২টার দিকে নিচ থেকে তৈরি মিকশ্চার তোলার সময় পাইপটি আশপাশের খুঁটিতে ধাক্কা খায়। এতে নিচের খুঁটি সরে গিয়ে রড বেঁকে পুরো কাঠামো ধসে পড়ে। ওই সময় নিচে থাকা ১৮ জন নির্মাণ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর