শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কাল খুলছে দ্বিতীয় কাঁচপুর সেতু ও ভুলতা ফ্লাইওভারের একাংশ

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল খুলে দেওয়া হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলক্ষ্যা নদীর ওপর নবনির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল (শনিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করবেন। একই দিনে উদ্বোধন হবে ভুলতায় নির্মিত ঢাকা বাইপাস সড়কের গাজীপুর-মদনপুর সড়কের ভুলতা ফ্লাইওভার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরে নির্মিত দ্বিতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধনের পরপরই এটি যানবাহনের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে রূপান্তরিত হলেও এই মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু তিনটি দুই লেনের হওয়ায় এ মহাসড়কের যাত্রীদের নিত্য যানজটের ভোগান্তিতে পড়তে হতো। পাঁচ-ছয় ঘণ্টার রাস্তা পাড়ি দিতে হতো ১০ থেকে ১৫ ঘণ্টায়। মহাসড়ককে চার লেনে উন্নীত করলেও যানজট থেকে মুক্তি পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় সরকার এ তিনটি সেতুর পাশে আরও তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে জাপান উন্নয়ন সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারিতে কাঁচপুর দ্বিতীয় সেতু, মেঘনা দ্বিতীয় সেতু ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শুরু করে  সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। বিদ্যমান সেতুগুলোকে সংস্কারের জন্য তিন সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান জানান, চার লেনের কাঁচপুর দ্বিতীয় সেতুটির ভিত্তি কংক্রিটের ঢালাইয়ের হলেও পাঁচট পিলারের ওপর ছয়টি স্প্যানে নির্মিত নতুন এ সেতুটি স্টিল গার্ডারের। ১০০ বছরের স্থায়িত্বে নির্মিত সেতুটির প্রধান ঠিকাদার ছিল যৌথভাবে জাপানি চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি, শিমিজু, জেএফআই ও আইএইচআই। আর সেতুর উপ-ঠিকাদার বাংলাদেশের মীর আকতার হোসেন। মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১ হজার ৩০০ কোটি টাকা।

ব্যয়ের ৭৫ ভাগের জোগান দেয় জাইকা। ২৫ ভাগ অর্থ ব্যয় করে বাংলাদেশ সরকার। এ সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশ যানজটমুক্ত হবে। আগামী জুনের আগেই মেঘনা এবং মেঘনা ও গোমতী সেতু দুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দ্বিতীয় মেঘনা সেতুর ৮৫ ভাগ, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর কাজ ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর