শিরোনাম
শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কবে হবে রাকসু নির্বাচন

মর্তুজা নুর, রাবি

দীর্ঘ ২৮ বছরের প্রত্যাশা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে এসেছে কবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। তবে সংলাপের নামে নির্বাচনের কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু অভিযোগ করে বলেন, এক মাসেরও বেশি সময় ধরে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু কবে নির্বাচন হবে, কি প্রক্রিয়ার নির্বাচন হবে সে বিষয়ে তারা কোনো মন্তব্য করছেন না। শুধু ছাত্রলীগ নয়। দ্রুত নির্বাচন চায় ছাত্রদলও। রাবি শাখা ছাত্রদলের যুগ্নসম্পাদক সুলতান আহমেদ রাহী বলেন, নির্বাচনের জন্য আমরা প্রয়োজনে অনেক বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। আমাদের শুধু ক্যাম্পাসে কার্যক্রম চালাতে বাধা না দিলেই হলো। এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের মধ্যেই হবে রাকসু নির্বাচন। রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শেষে এপ্রিলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে ছাত্র সংগঠনের দাবিগুলো তুলে ধরবে রাকসু সংলাপ কমিটি। সেই দাবিগুলো পর্যালোচনা করে উপাচার্য নির্বাচনের তারিখসহ অন্য বিষয় জানাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, আগামী জুলাই মাস থেকে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে। আগস্ট অথবা সেপ্টেম্বরের যে কোনো সময়ে হতে পারে রাকসু নির্বাচন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, চলতি বছরে রাকসু নির্বাচন হবে এটা নিশ্চিত। আমরা এখন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর