শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ডাকসু নির্বাচন সুষ্ঠু না হলে তারা জিতল কীভাবে

----------- তথ্যমন্ত্রী

চবি প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ডাকসু নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের সমালোচনার জবাবে বলেছেন, ‘আমার প্রশ্ন ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু না হয়- তাহলে তারা জিতল কীভাবে?’ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশা করেন। গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্বোধকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ৫০ বছর অতিক্রম করেছে। শুরু থেকে এ বিভাগে বহু জ্ঞানী-গুণী পন্ডিত শিক্ষক-গবেষক তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে সৎ, দক্ষ, যোগ্য ও বিজ্ঞান মনস্ক আলোকিত মানবসম্পদ উৎপাদন করে চলেছে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর