শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভোট কারচুপির অভিযোগ দিতে গিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ১০ মার্চ। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে রাজশাহী জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তানোর উপজেলা চেয়ারম্যান পদে ওয়ার্কার্স পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী জেলা প্রশাসকের দফতরে গিয়ে ভোট কারচুপির সরাসরি অভিযোগ তোলেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাও ঘটে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ভোটে কি ধরনের কারচুপি হয়েছে তার প্রমাণ দিতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে জেলা প্রশাসকের দফতরে গিয়ে উত্তেজিত হয়ে কথা বলার কারণে নিজেদের ভুল স্বীকার করেন ওয়ার্কার্স পার্টির নেতারা। পরে পরিস্থিতি শান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর