শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযান

৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা-তুরাগ নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সকাল ৯টার দিকে ১৮তম দিনের মতো এই অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৫৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের গতকাল ছিল শেষ দিন। দ্বিতীয় পর্বের তৃতীয় পর্যায়ের কাজ আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে তুরাগ নদের গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত তীর দখলমুক্ত করতে তিন দিন উচ্ছেদ অভিযান চলবে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, গতকাল সাভারের বড়বরদেশী মৌজা, গাবতলী ও আমিনবাজারে তুরাগ  নদের উভয় তীরে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে পাকা   বাউন্ডারি ওয়াল ২০টি, বাঁশের জেটি ১৫টি ও টিনের ঘর ২০টি। ২৯ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ১৮ কার্যদিবসে মোট ২ হাজার ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবমুক্ত করা হয়েছে ৫২ একর জমি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর