শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে

প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণ আদায়ে শিগগিরই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। খেলাপি ঋণের পরিমাণ কত এবং কারা কারা খেলাপি তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হবে। তৃতীয় পক্ষ দিয়ে খেলাপি ঋণ আদায় করা হবে। গতকাল রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা শেষে অর্থমন্ত্রী বলেন, যারা ঋণখেলাপি তাদের সম্পদ বিক্রি করে খেলাপি ঋণ আদায় করা হবে। সে জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে। অর্থমন্ত্রী জানান, আসছে ১ জুলাই থেকেই ভ্যাট আইন কার্যকর হবে। তবে নতুন ভ্যাট আইনে ভ্যাটের হার একস্তর বা ১৫ শতাংশ হারে ভ্যাট থাকবে না। ভ্যাটের হার হবে বহুস্তর। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর