রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চমক জাগিয়ে শেষ হলো বসুন্ধরার বাইক মোটর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

দর্শক-ক্রেতাদের মাঝে চমক জাগিয়ে শেষ হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত মোটরগাড়ি, মোটরবাইক ও অটোমোবাইল খাতের চার প্রদর্শনী।

গতকাল সমাপনী দিনের প্রদর্শনীতে ছিল বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর চোখ ধাঁধানো বিভিন্ন মডেলের গাড়ি ও বাইক। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ছিল টেস্ট ড্রাইভসহ বিভিন্ন আয়োজন। র‌্যাফেল ড্র’র মাধ্যমে তাদের দেওয়া হয় ক্যাপ, হেলমেট, জ্যাকেট, মোটরবাইকসহ নানা পুরস্কার। এ ছাড়া মেলায় গাড়ি-বাইক বুকিং দিয়েই মিলেছে পুরস্কার এবং মূল্যছাড়। প্রদর্শনীতে প্রতিদিন র‌্যাফেল ড্র’র মাধ্যমে দর্শনার্থীদের জন্য নানা পুরস্কার থাকলেও গতকাল শেষ দিনে মেগা ড্র’র আয়োজন করে কয়েকটি প্রতিষ্ঠান। দেওয়া হয় মোটরবাইকসহ বিভিন্ন দামি উপহার। প্রদর্শনীতে সুজুকি, টিভিএস, সুবারু, হোয়াজু, পাওয়ার, লিফান, কিওয়ে, এপ্রিলিয়া, স্পিডার, এইচ পাওয়ারসহ বিশ্বের খ্যাতনামা বাইক ও গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মোটরবাইক, স্কুটার, নতুন গাড়ি, স্পোর্টস কার, বাণিজ্যিক যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বিকল্প শক্তি চালিত যানবাহন, গাড়ির খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ সরঞ্জাম, হেলমেট, মবিল, টায়ার জেল, জিপিএস ট্রাকারসহ অটোমোবাইল খাতের প্রায় সব পণ্য নিয়ে এক ছাতার নিচে হাজির হয় ১৬ দেশের আড়াই শতাধিক প্রতিষ্ঠান। ১৪তম ঢাকা মোটর শো, পঞ্চম ঢাকা বাইক শো, চতুর্থ ঢাকা অটো পার্টস শো ও তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো নামের চারটি প্রদর্শনীর আয়োজন করে সেমস্ গ্লোবাল।

সর্বশেষ খবর