রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের গল্প শোনালেন শিল্পী শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের গল্প শোনালেন শিল্পী শাহাবুদ্দিন

স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সঙ্গে নিজের আঁকা ছবি হাতে ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা -বাংলাদেশ প্রতিদিন

শিশু-কিশোরদের ছবি আঁকা ও গল্প-গানে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন করল জাতীয় প্রেস ক্লাব। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সদস্যদের সন্তানদের ছবি আঁকা দিয়ে শুরু হয় দিবসটি উদ্যাপন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এ সময় তিনি শিশু-কিশোরদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, যুগ্মসম্পাদক শাহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু-শিক্ষা উপকমিটির আহ্বায়ক সানাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবের সম্মাননা ক্রেস্ট। পরে জাতীয় প্রেস ক্লাব পরিচালিত গানের ক্লাসের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।

সর্বশেষ খবর