বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জামুকার কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ-বিস্ময়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একই নামে দুটি সমিতিকে নিবন্ধন দেওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সঞ্চার হয়েছে। তাদের অনেকের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের মধ্যে কলহ সৃষ্টির জন্যই স্বার্থান্বেষী চক্র এমন করেছে।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিকে ২০১১ সালে নিবন্ধন (নং-৭৯) দেওয়া হয়। ৮ বছর পরে ২০১৮ সালের ১৪ মে একই নামে আরেকটি সমিতিকে নিবন্ধন (নং-২৪৯) দেওয়া হয়েছে। ২০১১ সালে নিবন্ধিত সমিতিটির মহাসচিব মুক্তিযোদ্ধা সালেহ আহমদ জামুকার এ আচরণকে ১৮৬০ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের পরিপন্থী বলে অভিহিত করেন।  তিনি বলেন, কোনো অবস্থাতেই একই নামে দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়ার এখতিয়ার জামুকা রাখে না।

মুক্তিযোদ্ধাদের প্রশ্ন, মোটা অঙ্কের টাকা লেনদেনের পরিণতিতেই কি এমন হলো? সালেহ আহমদ এ অপকর্মরে জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ খবর