শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে : ছাত্র পরিষদ

সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে : ছাত্র পরিষদ

‘আমরা জানি দীর্ঘদিনের অবসান ঘটিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের যে অধিকার তা ফিরে এসেছে। রাজশাহী বিশ^বিদ্যালয় প্রশাসনও অনেক বেশি শিক্ষার্থীবান্ধব। তারাও হয়তো রাকসু নির্বাচন দেবে। কিন্তু তারা কবে নির্বাচন দেবেন, সেই বিষয়ে আমরা সুনির্দিষ্ট মন্তব্য চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ। মাসুদ মোন্নাফ আরও বলেন, ‘বিশ^বিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য ছাত্র সংসদ আবশ্যক। এই ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীর দাবি ও অধিকারের কথা বলবে। তাই আমরা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে চাই, রাকসু নির্বাচনের বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসন তাদের সুনির্দিষ্ট বক্তব্য আমাদের জানাক। আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।’

সর্বশেষ খবর