শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
স্মরণ সভায় বক্তারা

শাহ আলমগীর ছিলেন প্রজ্ঞাবান সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) প্রয়াত মহাপরিচালক শাহ আলমগীরের স্মরণসভায় বক্তারা বলেছেন, শাহ আলমগীর ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি, যিনি নিজের স্বার্থ না দেখে সামগ্রিকভাবে সবাইকে প্রাধান্য দিতেন। সাংবাদিকদের দুর্দিনের বন্ধু ছিলেন তিনি। একই সঙ্গে সুখের দিনেও পাশে থাকতেন শাহ আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ স্মরণসভায় বাংলাদেশ সংবাদ         সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, শাহ আলমগীরের চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য বড় শূন্যতা তৈরি হয়েছে। তিনি সাংবাদিকবান্ধব ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, নানা কিছুর বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। এক্ষেত্রে ভিন্ন ছিলেন শাহ আলমগীর। তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন কাজের মাধ্যমে। তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, কাজ পাগল শাহ আলমগীর ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি নিজে অসুস্থ থাকলেও সেটিকে চেপে রেখে আমাদের কাজ করতে বলেছেন, নিজেও করেছেন। তারই একান্ত চেষ্টায় জাতীয় প্রেস ক্লাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার পেয়েছে সাংবাদিক সমাজ। দৈনিক সংবাদ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান বলেন, শাহ আলমগীর সাংবাদিকদের স্বার্থের জন্য কাজ করে গেছেন। নিজের স্বার্থের কথা ভাবেননি। একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, একটি মানুষের যতগুলো গুণ থাকা দরকার, তার সব ছিল শাহ আলমগীরের মধ্যে। তিনি সাংবাদিকদের দুর্দিনে পাশে থাকতেন। তার উৎসাহ আমাদের আজও কাজের প্রেরণা জোগায়। স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাশ গুপ্ত, শাহ আলমগীরের সহধর্মিণী ফৌজিয়া বেগম মায়া প্রমুখ।

সর্বশেষ খবর