শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িমারী-ঢাকা ট্রেন শিগগিরই : রেলমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তিনবিঘা করিডর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী-ঢাকা রুটে চলাচল করবে। ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যে বুড়িমারী স্থলবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। তাই লালমনিরহাটের বুড়িমারী থেকে যমুনা সেতুর সংযোগ পর্যন্ত ব্রডগেজ নির্মাণে কয়েকটি  প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলেই বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালু হবে। তিনি দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে লালমনি এক্সপ্রেসে লালমনিরহাট রেলস্টেশনে পৌঁছান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন,বাংলাদেশের যেসব রেল সংযোগ বন্ধ রয়েছে তা শিগগিরই চালু করা হবে। আগামী বছরের মধ্য সাড়ে ৫০০ নতুন কোচ সংযোজন করা হলে গোটা দেশে মিটার গেজের চাহিদা পূরণ হলেই চালু হবে তিনবিঘা করিডর এক্সপ্রেস।

সর্বশেষ খবর