শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রচারণা শেষ, তৃতীয় ধাপের ভোট কাল

উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

চলমান উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের প্রচারণা শেষ হয়ে গেছে গতকাল মধ্যরাতে। এবার ভোটগ্রহণের অপেক্ষা। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১৭ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কোনো ধরনের অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

এ ধাপে নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফও রয়েছে। ভোট সামনে রেখে এখানে আশ্রয় পাওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ক্যাম্পের চৌহদ্দির বাইরে যেতে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত এবারের নির্বাচন বিএনপিসহ সরকারবিরোধী অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করায় ভোটে দলগত প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রতিদ্বন্দ্বিতা বলতে যেটুকু হচ্ছে তা ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংগঠনের অন্যান্য প্রার্থীর মধ্যে। তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছয়টি উপজেলার সবাই বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হওয়ায় সেগুলোতে ভোট হবে না। সেগুলো হলো বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, নরসিংদীর পলাশ এবং চট্টগ্রামের আনোয়ারা। এ ধাপে ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এ ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে নিয়ে যাওয়া হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশনায় কুতুবদিয়া ও লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।

সর্বশেষ খবর