শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

টুঙ্গিপাড়ার ‘খোকা’ আজ ইতিহাসের মহানায়ক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ার ‘খোকা’ আজ ইতিহাসের মহানায়ক : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টুঙ্গিপাড়ার সেদিনের ‘খোকা’ আজকে ইতিহাসের মহানায়ক, জাতির পিতা। এ মহানায়কের জন্ম দিবসকে ‘জাতীয় শিশু দিবস’ আখ্যায়িত করার মূল উদ্দেশ্যই হলো শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে জাগ্রত করা। তারা জানতে পারবে কীভাবে তিনি একজন আপসহীন নেতা থেকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই-সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছিলেন বাংলার স্বাধীনতা। কারও দান কিংবা অনুকম্পা নয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার এ স্বাধীনতা।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্লামেন্ট মেম্বারস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি আ স ম ফিরোজ। বক্তব্য রাখেন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম। ড. শিরীন শারমিন চৌধুরী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের জন্য পার্লামেন্ট মেম্বারস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। এ ধরনের উদ্যোগের ফলে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন শিশুদের অন্তরে। আর বঙ্গবন্ধুকে জানলে ও চিনতে পারলে দেশপ্রেম জাগ্রত হবে। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় হুইপ মো. আতিউর রহমান আতিক, এনামুল হক, মো. হাবিবর রহমান, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিশু-কিশোর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর