শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ছায়ানটের বসন্ত উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটের বসন্ত উদযাপন

বসন্ত উদযাপন করল ছায়ানট। নাচের মুদ্রা ও সুরের মূর্ছনায় বসন্তকে অভিবাদন জানালেন শিল্পীরা। বসন্ত অনুরাগীরা মজেছিলেন আনন্দ-উচ্ছ্বাসে। গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট মিলনায়তনে এই আয়োজনের শুরুতেই কবিগুরুর ‘আজি দখিন দুয়ার খোলা’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর একক কণ্ঠে সঞ্চারী অধিকারী পরিবেশন করেন রবীন্দ্রনাথের গান ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে’, শারবিন খন্দকারের কণ্ঠে গীত হয় রবিঠাকুরেরই গান ‘আকাশ আমার ভরলো আলোয়’, জাতীয় কবির ‘নতুন পাতার নূপুর বাজে’ গানটি গেয়ে শোনান কৌশিক সাহা, অর্পিতা সরকার গেয়ে শোনান ‘ওরা অকারণে চঞ্চল’, সমুদ্র শুভমের কণ্ঠে গীত হয় ‘আসে বসন্ত ফুলবনে’, তাসনিয়া আশরাফ শোনান ‘এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে’ সংহীতা ঢালী খেয়ার কণ্ঠে গীত হয় ‘ওরে গৃহবাসী খোল খোল দ্বার’। একক কণ্ঠে আরও সংগীত পরিবেশন করেন আভেরি রহমান, নিশাত আঞ্জুম সাকি, কর্নিকা দাশগুপ্তা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর