রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় আইসিটি প্রশিক্ষণ নেবেন ১০ হাজার নারী

চাকরির পাশাপাশি তৈরি হবে উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করতে ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর আওতায় খুলনার ফুলতলায় ১০ হাজার ৫০০ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এর মধ্যে চার হাজার নারীকে ফ্রিল্যান্সার, চার হাজার আইটি সার্ভিস প্রোভাইবার ও আড়াই হাজার নারীকে কল সেন্টার এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর এই নারীরা চাকরির পাশাপাশি নিজেরাই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। গতকাল খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম। এতে খুলনা ও রবিশাল বিভাগের ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষক হিসেবে পরবর্তীতে নারীদের প্রশিক্ষণ দেবেন। সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সোলায়মান ম ল, এ এন এম শফিকুল ইসলাম এবং খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সর্বশেষ খবর