রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আহ্বান হানিফের

নিজস্ব প্রতিবেদক

অস্তিত্ব সংকটে থাকা বিএনপি-জামায়াত অনুপ্রবেশ ঘটিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, জামায়াতের মতো বিএনপিও একটা সময় রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই অবস্থায় তারা বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। এরা আমাদের মধ্যে এসে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এদেরকে চিহ্নিত করতে হবে সেই সঙ্গে এরা যেন দলের মধ্যে ছড়িয়ে না যেতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গতকাল বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এ সময় হানিফ অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে তার বাবা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ছিলেন। কোনো ড্রাম তত্ত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এসেছে। এ সময় বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকারের পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক সংগঠন হিসেবেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছি?লেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পংকজ দেবনাথ এমপি প্রমুখ।

সর্বশেষ খবর