রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইলিশ উৎপাদন বেড়েছে ৭৮ ভাগ -শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য প্রজাতি, যা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুষ্টিগুণসমৃদ্ধ একটি মাছ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা তথ্যের ভিত্তিতে দেশে জাটকা রক্ষার্থে ৬টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সরকারের নানামুখী পরিকল্পনার ফলে গত ১০ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে ৭৮ শতাংশ। গতকাল দুপুরে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ, নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন   মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী     মো. আশরাফ আলী খান খসরু।

সর্বশেষ খবর