সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী মজেছে বঙ্গবন্ধু উৎসবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মজেছে বঙ্গবন্ধু উৎসবে

রাজশাহীতে চলছে সাংস্কৃতিক উৎসব। গত ১৭ মার্চ শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব কবি শেখ হাফিজুর রহমান। উৎসবের জন্য নগরভবনের গ্রিন প্লাজায় মূল মঞ্চ করা হলেও নগরীর বিভিন্ন স্থানে চলছে এর আনুষ্ঠানিকতা। ফলে পুরো নগরীতেই লেগেছে উৎসবের ছোঁয়া। প্রথমবারের মতো বিভাগীয় শহরে এমন আয়োজনে মুখর হয়ে উঠেছে রাজশাহী। প্রথমবারের মতো রাজশাহীতে আয়োজন করা হয়েছে ১০ দিনের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এতে নানা সাংস্কৃতিক কর্মকা-ে মেতেছে রাজশাহী। গ্রিন প্লাজায় উৎসবের মূল মঞ্চে প্রতিদিন বিকাল ৫টা থেকে জমকালো ও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই স্থানে চলছে বইমেলা। সেখানে রয়েছে ২৫টি স্টল। এই বইমেলা উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা।

উৎসবের ষষ্ঠ দিন মূল মঞ্চে গতকাল সংগীত পরিবেশন করে রাজশাহী বঙ্গবন্ধু পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদ। আবৃত্তি পরিবেশন করে রাজশাহীর আবৃত্তি চর্চা কেন্দ্র। স্বরচিত কবিতা পরিবেশন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মিনার মনসুর ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রুবী রহমান। অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করে মাতাল বাউল দল। আর নাটক পরিবেশন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুডা। উৎসবে ইতিমধ্যে যাত্রাপালা, বাউল গান, আলকাপ গান ও গম্ভীরার মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশিত হয়েছে গণসংগীতও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর