সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় দরপতন

বড় দরপতন হয়েছে দুই শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৫৪  কোটি টাকার। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট। ডিএসইতে দিনভর মন্থর গতিতে লেনদেন হয়েছে। দিন  শেষে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর লেনদেন হয় ৩৫৩ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২০৬টি আর দর অপরিবর্তিত ছিল ৪৩টির। লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, গ্রামীণফোন, বিএটিবিসি, সুহৃদ, মুন্নু সিরামিকস,  জেএমআই সিরিঞ্জেস, ন্যাশনাল পলিমার ও লিগ্যাসি ফুটওয়্যার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই ২২০ কমে অবস্থান করেছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর