সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় স্কুল ভবনে আগুন

আতঙ্কে শিক্ষার্থীরা, ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় স্কুল ভবনের চারতলায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের মালামাল, ফ্রিজ, বৈদ্যুতিক যন্ত্রাংশ ও কাগজপত্র পুড়ে গেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় ভবনের তিনতলায় রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম চলছিল। এ ঘটনায় শিশু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার মধ্যে শিক্ষক ও অভিভাবকরা তাদেরকে ভবনের নিচে নামিয়ে আনেন। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আবাসিক এলাকায় একই ভবনে স্কুল, এনজিও, লাইফ ইন্স্যুরেন্স ও কোচিং সেন্টার চালানোর ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এ কে এম জাকারিয়া বলেন, ওই সময় প্রায় দেড়শ’ শিশু শিক্ষার্থী ওই স্থানে ক্লাস করছিল। তবে শিক্ষক ও অভিভাবকরা তাদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।

খুলনার বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাঈদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর