সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সেই স্থাপনা রক্ষার পক্ষে মুহিত

হাসপাতালের জন্য বিকল্প জায়গা খোঁজার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা ‘আবু সিনা ছাত্রাবাস’ রক্ষার পক্ষে মতামত ব্যক্ত করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই স্থাপনাটি রক্ষায় সিলেট জেলা হাসপাতালের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের সুপারিশ করেছেন। মুহিত অর্থমন্ত্রী থাকাকালে জেলা হাসপাতালের প্রকল্পটি পাস হয়েছিল। সিলেট নগরীর চৌহাট্টায় প্রায় ২০০ বছরের পুরনো একটি চতুর্ভুজাকৃতির ভবনে দীর্ঘদিন ধরে ওসমানী মেডিকেল কলেজের ‘আবু সিনা ছাত্রাবাসের’ কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি ওই ভবনটি ভেঙে সেখানে জেলা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলে সচেতন মহল প্রতিবাদী হয়ে ওঠেন। পুরনো এই ভবনটিকে প্রতœসম্পদ উল্লেখ করে তা রক্ষার দাবি জানান। ভবনটিকে সংস্কার করে সেখানে সিলেট বিভাগীয় জাদুঘর স্থাপনেরও দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে জেলা হাসপাতাল অন্যত্র নির্মাণেরও দাবি জানান তারা।

দাবির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ‘আবু সিনা ছাত্রাবাস’ পরিদর্শনে যান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তার কাছে ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত পুরনো ভবনটির ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অবশেষে মুহিত প্রতœসম্পদটি রক্ষায় জেলা হাসপাতাল অন্যত্র স্থাপনে বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দেন।

সর্বশেষ খবর