সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে আন্তর্জাতিক সুফি উৎসব ২৮ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৩য় আন্তর্জাতিক সুফি উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে হাটখোলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করছে। ‘জীবনের জন্য সংগীত’ প্রতিপাদ্যে উৎসবে বাংলাদেশ, ভারত, ইরান, মিসর ও নেপাল অংশগ্রহণ করবে। উৎসবে বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন ও অন্যান্য দেশের ৪১ জন সুফি, লোকসংগীত শিল্পী ও সাধক অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী বিদেশি দলের সংখ্যা ৫। সবার জন্য উন্মুক্ত এ উৎসব। আগামী ২৮ মার্চ বিকাল সাড়ে ৩টায় উৎসবের উদ্বোধন হবে।

গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান উৎসবের সভাপতি ও চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সর্বশেষ খবর