মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন কমিশনের ৯ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের ৯ লাখ টাকা চুরি হয়েছে। অফিসের দোতলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে স্টিলের আলমারি থেকে এই টাকা চুরি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল অফিসের মুদ্রাক্ষরিক হিমাংশু কুমার ও অফিস সহকারী নেছার আলীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। জানা যায়, রবিবার রাতে নির্বাচন অফিসের দোতলার জানালার গ্রিল ও দরজা ভেঙে কে বা কারা ভিতরে  ঢোকে। পরে স্টিলের আলমারি ভেঙে ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল সকালে অফিসে এসে কর্মচারীরা গ্রিল, দরজা ও আলমারি ভাঙা অবস্থায় দেখতে পায়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না  বলেন, উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছিল। তবে এই টাকার কথা অফিসের লোকজন ছাড়া তেমন কেউ জানতেন না। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, ঘটনায় অফিসের লোকজন জড়িত বলে মনে হচ্ছে। দোতলার গ্রিল ও দরজা ভাঙা দেখে বিষয়টি একটু অন্যরকম মনে হয়েছে। তারপরও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর