মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রবাসীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস বিমানের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও হয়রানি বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছিল নানা কর্মসূচি। কিন্তু বিমান কর্তৃপক্ষ সেই দাবি  পূরণে কর্ণপাত করেননি কখনো। এবার সিলেটের আটাব নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা ও প্রবাসীরা একযোগে মাঠে নামায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। গতকাল অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)  এর ডাকে সিলেট বিমান অফিসের সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার পর নমনীয় হয়েছেন বিমান কর্তৃপক্ষ। আগামী ৮ দিনের মধ্যে যাত্রী হয়রানি বন্ধসহ ৬ দফা দাবির সবই মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছে আটাব। সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ, ঢাকা থেকে গ্রুপ বুকিং বাতিল, আন্তর্জাতিক নিয়মানুযায়ী সিলেট যাত্রীদের খাবার ও আবাসন ব্যবস্থা, জেদ্দা, দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রে গমনকারী সিলেটের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে সিলেটের ট্রাভেল এজেন্ট ও যাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এ ব্যাপারে বিমান সিলেট অফিসের ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, আটাব সিলেট জোনের দাবি নিয়ে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর