মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদে রদবদল

১৮ জনকে ওএসডি, ২৬ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। গত রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাসহ ১৮ পদে দায়িত্বরত ব্যক্তিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

এ ছাড়া অন্য এক আদেশে মাউশি, বিভিন্ন শিক্ষাবোর্ড, বিভিন্ন কলেজে দায়িত্বরত ২৬ জনকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। আদেশে দেখা গেছে বদলিকৃত নতুন ২৬টি পদের মধ্যে চারটিই মাউশির পরিচালক পদ। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় সর্বোচ্চ পদ হিসেবে পরিচিত মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে পদায়ন  পেয়েছেন ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী। মাউশির পরিচালক (প্রশিক্ষণ) হয়েছেন উপ-পরিচালক অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্য। পরিচালক (এমঅ্যান্ডই) হয়েছেন নরসিংদীর সরকারি কলেজের সংযুক্ত অধ্যাপক মো. আমীর হোসেন। পরিচালক (ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হয়েছেন মুন্সীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম খান। মাদ্রাসাবোর্ডের উপ-রেজিস্ট্রার কামাল উদ্দিনকে একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে।

সর্বশেষ খবর