বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উপজেলা নির্বাচন নিয়ে উত্তপ্ত খুলনা

বিচ্ছিন্ন সংঘর্ষ, আওয়ামী লীগের বিদ্রোহীরা ‘গলার কাঁটা’

সামছুজ্জামান শাহীন, খুলনা

বিএনপি-জামায়াতের অংশগ্রহণ না থাকলেও খুলনার ৭টি উপজেলায় নির্বাচন নিয়ে বিচ্ছিন্ন সংঘর্ষ ও বাকবিতণ্ডায় বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের দুশ্চিন্তার কারণ হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরাই। এর মধ্যে দিঘলিয়া, ডুমুরিয়া, কয়রা ও তেরখাদায় নেতা-কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগামী ৩১ মার্চ খুলনার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নৌকা প্রতীক নিয়ে দ্বন্দ্বে আগামী ৭ এপ্রিল পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাই কোর্ট। জানা যায়, খুলনার ৯টি উপজেলার মধ্যে বটিয়াঘাটা ও ফুলতলায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে মাঠে রয়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরা। কয়রা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জিএম মহসিন রেজার প্রতিপক্ষ একই দলের বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলামের পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা। ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জানা যায়, নৌকা প্রতীক নিয়ে দ্বন্দ্বের কারণে আগামী ১০ এপ্রিল পর্যন্ত ডুমুরিয়া উপজেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করে।

সর্বশেষ খবর