বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বৈকালিক চা-চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর প্রতিবাদকারীদের ভিসি ‘রাজাকারের বাচ্চা’ বলায় গতকাল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তারা এদিন ক্লাসে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। একইসঙ্গে তারা ভিসির উক্তি প্রত্যাহার না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার কথা জানান। শিক্ষার্থীরা জানান, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু দাবি। এর মধ্যে রয়েছে টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা এবং সব জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে উদযাপন করা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, মঙ্গলবার কিছু শিক্ষার্থী স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান প- করার পাঁয়তারা করে। যারা স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান প- করার পাঁয়তারা করে তারা রাজাকার নয় তো কি? আন্দোলনকারীদের মধ্যে জামায়াত-শিবির ঢুকে গেছে এবং তাদের ইন্ধনেই কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে অরাজকতা করছে।’

সর্বশেষ খবর