বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে ৭০ হাজার ফিটনেসবিহীন গাড়ি

তলব বিআরটিএ পরিচালককে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছে হাই কোর্ট। আগামী ৩০ এপ্রিল তাকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। শুনানিতে আদালত বলেছে, ‘এইভাবে সড়কে অরাজকতা চলতে দেয়া যায় না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিজে রাস্তায় নেমে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স চেক করতে দেখেছি, তবুও এ অব্যবস্থা কেন?’ ঢাকায় ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৭০ হাজার বলে ওই পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফিটনেসবিহীন গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের আলোকে বেঁচে থাকার অধিকার বাস্তবায়নে কেন মোটর ভেহিকল অধ্যাদেশ ১৯৮৩ এর বিধানগুলো সঠিকভাবে পালনের জন্য নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, চেয়ারম্যান (বিআরটিএ), ঢাকার ডিসি ট্রাফিক (উত্তর ও দক্ষিণ), বিআরটিএ পরিচালককে (রোড নিরাপত্তা) রুলের জবাব দিতে বলা হয়েছে।

 শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। পরে আমিন উদ্দিন মানিক বলেন, পুলিশের আইজি, বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা ট্রাফিক ডিসি (উত্তর ও দক্ষিণ) ও পরিচালককে (সড়ক নিরাপত্তা বিভাগ, বিআরটিএ) ৩০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার মধ্যে বিআরটিএর পরিচালক (সড়ক নিরাপত্তা বিভাগ, বিআরটিএ) মাহবুব-ই-রব্বানীকে আদালতে এসে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর