রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’

সুনামগঞ্জ প্রতিনিধি

শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’ গীতি আলেখ্য। স্বাধীনতার উপত্যকা খ্যাত সুনামগঞ্জের শিল্প-সংস্কৃতির বাতিঘর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা স্থানীয়ভাবে দর্শকনন্দিত এ গীতি আলেখ্যটি মঞ্চস্থ করবেন। গীতি আলেখ্যটির দৃশ্যপটে সুনামগঞ্জ জেলার মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ এবং স্বাধীনতা-উত্তর ও স্বাধীনতা-পূর্ব প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এ গীতি আলেখ্যের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের রক্তিম ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গীতি আলেখ্যটির ভাবনা ও পরিকল্পনায় রয়েছেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। রচনা করেছেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, তত্ত্বাবধান করবেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। মঞ্চায়নের নির্দেশায় রয়েছেন দেবাশীষ তালুকদার শুভ্র, সংগীত পরিচালায় দেবদাস চৌধুরী রঞ্জন ও অঞ্জন চৌধুরী, শিল্প নির্দেশনায় আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কোরিওগ্রাফিতে তুলিকা ঘোষ চৌধুরী।

গীতি আলেখ্যে কুশীলবের ভূমিকায় থাকবেন দেবদাস চৌধুরী রঞ্জন, অঞ্জন চৌধুরী, মন্জু তালুকদার, আবদুছ ছালাম, দেবাশীষ তালুকদার শুভ্র, দীপময় চৌধুরী ডিউক, সাদিকুর রহমান খান, সুমন রায়, সামির পল্লব, অমিত বর্মণ, এ এস মাহবুব, পুলকরাজ, তূর্য দাস রাজ, অর্পণা তরফদার মৌ, জেলি দাস, ফারদিন হাসান, মো. সাব্বির আহমেদ, অয়ন চৌধুরী, মাকসুদুর রহমান দীপু, আশরাফুল আলম, রাজীব রায়, পার্থ চৌধুরী, নাসির উদ্দিন, মেহেদী হাসান হৃদয়, ইফতেখার সাজ্জাদ পিয়াল, নাহিদ আল নেওয়াজ, শিপা আক্তার, ঝর্ণা আক্তার, মো. মাসুম আহমেদ, মুসা নূর, আশীষ বর্মণ, মো. আমজাদ হোসেন, দেব প্রীতম দেব, সিনথিয়া, তোষার তালুকদার, আরিফুর রহমান, মিঠুন তালুকদার, প্রিয়া পাল, শুভ্র তালুকদার, শরীফ আহমেদ, রকি খান, রূপকথা, সাগর, আলাউল, সামি ও মাহফুজ। গীতি আলেখ্যটি উপভোগ করতে নাট্যপ্রেমী শ্রোতাদের অনুরোধ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর