রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সৌর ক্যালেন্ডার প্রচলনের দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ সারা বিশ্বে মুসলিম রচিত পূর্ণাঙ্গ ও প্রথম ইসলামী সৌর ক্যালেন্ডার ‘আত তাকউইমুশ শামসী’ প্রচলন করার আহ্বান জানিয়েছে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’।  গতকাল জাতীয় প্রেস ক্লাবে সর্বপ্রথম মুসলিম রচিত ইসলামী সৌর ক্যালেন্ডার ‘আত তাকউইমুশ শামসী’ শীর্ষক  সেমিনারে এ আহ্বান জানা?নো হয়। সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক এবিএম রুহুল হাসান।  সেমিনারে বক্তারা বলেন, ‘আত তাকউইমুশ শামসী’র আগে প্রবর্তিত সব ক্যালেন্ডার ছিল লুনি-সোলার সমন্বিত। মুসলিম প্রবর্তিত সর্বপ্রথম ও একমাত্র এই সোলার বা সৌর ক্যালেন্ডারের সাল গণনা শুরু হয়েছে, রাসুল সা. যে বছর এবং  যে মাসে আল্লাহ পাকের সঙ্গে মিলিত হন সেই বছর ও সেই মাসের ১ তারিখ অর্থাৎ ১ রবিউল আউয়াল, ১১ হিজরি থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর