রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বৈষম্য দূর করতে সংগ্রাম করে যাব

---- হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। পাশাপাশি দুর্নীতি, দলবাজি ও প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। বৈষম্য দূর করার জন্য আমরা সংগ্রাম করে যাব।’

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে জাসদ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনুর সভাপতিত্বে এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসেন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

ইনু বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী শক্তিরা আমাদের হুমকি ছিল। আর এখন হুমকি সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য। রাজাকার ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে আমরা ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছি। মনে রাখতে হবে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে আমাদের এ আশা ব্যর্থ হবে। তাই তারা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

রাশেদ খান মেনন বলেন, দেশ এগিয়ে গেলেও সন্ত্রাস-দুর্নীতি জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। শিশু ধর্ষণ, শিশু হত্যা মহামারী আকার ধারণ করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।

শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আমরা অনেক ক্ষেত্রে পাকিস্তান ও ভারতের চেয়ে অগ্রসর হয়েছি। কিন্তু মানুষে মানুষে বৈষম্য দূর হয়নি। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দিলীপ বড়–য়া বলেন, ‘১৪ দলকে চোখের মণির মতো লালন করতে হবে। ১৪ দল ভেঙে দেওয়ার চক্রান্ত প্রতিহত করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর