সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জন্মশতবার্ষিকীর আগেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই তাঁর খুনিদের দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে-বিদেশে দুই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে গত ১০ বছরে যে অভাবনীয় সাফল্য এসেছে সেগুলো বিশ্বকে জানানো হবে। বিশ্বের জনগণকে জানানো হবে আমরা কী অবস্থা থেকে বর্তমান অবস্থায় এসেছি। ড. মোমেন বলেন, গত ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত  বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের বৈদেশিক মিশনগুলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বই বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর