সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্মপাশায় উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খানের বসতঘর ও তিনটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  গতকাল দুপুরে এই হামলা হয়।  এ হামলায় নেতৃত্ব দেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকনের সমর্থক উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস।  রোকন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সহোদর। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল, সিএনজি ও লেগুনার বহর নিয়ে রামদা, লাঠি, চায়নিজ কুড়াল, হকিস্টিকসহ মহদীপুর বাজারে গিয়ে এ হামলা করে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ১০ মার্চ ধর্মপাশায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম আহমেদ মুরাদের নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন আল-আমিন খান। এতে তার ওপর ক্ষুব্ধ হন বিজয়ী প্রার্থী রুকন। এরই জের ধরে গতকাল এ হামলার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর